ফিরে যাও বুনোপাখি
তুমি কিসের অহংকারে
এই শহরের জানালাতে
করো নিষ্ফল ডাকাডাকি…!!
এই শহরে থাকে না খড়কুটো
নেই পথে প্রান্তরে ঘাসফুল
তবু মিথ্যেই কেনো ঝাপটাও দুটো পাখনা…
তুমি ফিরে যাও গ্রাম-গঞ্জে
এরা যাচ্ছে যেখানে যাকনা।
এই যান্ত্রিক গোলোযোগে
এই ধুলোর আস্তরণে
যদি মেঘমালা এসে থেমে যায়
কাকের কপাল ঘেমে যায়
তবু দিনতো যাচ্ছে যাকনা-
তুমি মিথ্যেই কেনো ঝাপটাও দুটো পাখনা…?
তুমি বই-টই কিছু পড়না
নেই ডিগ্রির কোনো সমাহার
তবু শেখাতে চাচ্ছো সুখ কি!!
আয়নাতে তুমি দেখেছো নিজের মুখ কি?
এই শহরের ট্রেন ছুটছে
শুধু স্টেশনের ঠিক নেই
তুমি ফিরে যাও পাখি ফিরে যাও
এই জাহাজের কোনো কম্পাস নেই দিক নেই…
এখানে আপনার মন্তব্য রেখে যান