কিছু কথা মধ্যরাত রাখে ঢেকে
নিজে হয় দোষী
অথচ সে দোষ ছিলো যার
তাকে দেখি আলোতে গোসল-
আমিও এখন তাই মধ্যরাতে জাগি
রাতের রুমাল জুড়ে মুছে ফেলি দিনের কালিমা
অতঃপর
নিজেকে নিজেই অন্যভাবে চিনি।
আমার দুঃখগুলো অন্ধকারে থাকে
আমার কষ্টগুলো অন্ধকারে থাকে
দিনে দিনে বড়ো হয়
বেড়ে ওঠা বৃক্ষের মতো
সবার অলক্ষ্যে আমি যখন মধ্যরাত
মেঘ হয়ে ব্যথাবৃক্ষে করি বৃষ্টিপাত।
এখানে আপনার মন্তব্য রেখে যান