উড়ন্ত স্বাধীনতা / সাইফ আলি

এখনো সে ফুল ফুটবে ফুটবে ফুটতে পারেনি
এখনো সে ছানা মুক্ত বাতাসে ছুটতে পারেনি-

আমি ফুল খুটি সেই আধো ফোটা ফুল
ছানার ডানায় ভেজা অক্ষরে লেখি নির্ভুল-
‘উড়ন্ত স্বাধীনতা’

বলি, যে ফুল এখনো ফুটতে পারেনি ফুটুক সে
যে ছানা এখনো আকাশ দেখেনি
মুক্ত বাতাসে ছুটুক সে।

এখানে আপনার মন্তব্য রেখে যান