তুমি তো আমার নোনতা পানির হিসেব দিলেনা বাহে
তুমি তো আমার শ্রাবণ ঢলের সংবাদ শোনালে না
তবে কি বস্তি উজাড় হয়েছে গ্রিষ্মের তাপদাহে
তবে কি হতাশ নদীর কপালে লাগেনি আশার ঢেউ…
কথা ছিলো এক কাক-জোছনার রাতে
পুরোনো মাচাঙে সোনাঝরা স্মৃতি আওড়াতে আওড়াতে
ফিরে যাবো ফের, কিন্তু ফেরার ফুসরত মিললো না;
তুমি তো আমাকে শোনালে না আর কেউ
গিয়েছিলো কিনা লাঙল-জোয়াল সাথে
নক্সী কাঁথার মাঠে,
বোশেখ মেলার হাটে
গিয়েছিলো কি না কিনতে সখের চুরি;
বাহে,
তুমি তো আমার নোনতা পানির হিসেব দিলেনা কোনো
তুমি কি এখনো নরম কাদায় স্বপ্নের ধান বোনো??
ডাকটিকিট, অক্টোবর-ডিসেম্বর ২০২১
মন্তব্য করুন