মানুষ / সাইফ আলি

সত্যি করে একবার বল দেখি মন
মানুষ মানুষ হয় আসলে কখন
হাসি নাকি কান্না কোনটাতে তাকে
অধিক মানুষ লাগে বল তো আমাকে।

মন বলে- দুইটারই হলে মিশ্রণ
মানুষ আদতে হয় মানুষ তখন…

এখানে আপনার মন্তব্য রেখে যান