ঘোলা জল-
আমি মাছের দৃষ্টিতে দেখছি
তোমার হাত আমাকে স্পর্শ করুক…
জ্বর এলে-
তীব্র কল্পনা আমাকে তাড়া করে
আমি চিৎকার করি
তুমি শুনতে পাও না;
হাতে ছাই মাখাও
আমাকে ধরো
আমি বার বার পিছলে যাই…
আমাকে ধরো,
শানানো বটিতে রেখে ছিঁড়ে ফেলো স্বপ্নের ফুলকো…
মানবী হে-
শরীর আমাকে জ্বর দিলো না;
তোমাকে দেখবো বলে পৃথিবীর প্রতিটি বস্তু থেকে
একে একে তুলে নিলাম দৃষ্টির ফোকাস-
তারপর,
ঝাপসা-ঘোলা-ফ্যাকাসে…
তারপর; ক্যানভাসে শুধুমাত্র আলো আর ছায়া।
তোমাকে শুনবো বলে বৃষ্টির শব্দকেও উপেক্ষা করেছি
অঝর ধারায়; আষাঢ়ে বৃষ্টির ঢল।
বাস্তবতার চুঁড়ায় দাঁড়িয়ে বারবার বিকল করতে চেয়েছি
মস্তিষ্কের সকল স্নায়ু-
কবে?
কোথায়??
কখন???
দেখেছি তোমাকে বলো…
আমি কি তোমাকে চিনি??!
নাকি, দেখিনি…
এখানে আপনার মন্তব্য রেখে যান