এক জোনাকির মায়া / সাইফ আলি

তুমি আমার দৃষ্টি থেকে সরাও তোমার আকাশ
শরৎ-শাদা মেঘগুলিতে দিচ্ছ কেনো কুচি,
সহজ-পাতা ভিজছে ভিজুক বৃষ্টি নামুক জোরে
তুমি আমার রাস্তা থেকে একটু দাঁড়াও সরে।

পাহাড়-নদী সাঙ্গু যেমন পাথর বুকে বয়-
ঝরনা যেমন আপন ঢলে নিজকে করে ক্ষয়,
আমার তেমন নিজের চোখে নিজকে চেনার ঘোর
হঠাৎ যেনো বাধ না সাধে অন্য কারো সোর।

এবার তুমি কাব্য থামাও, ছন্দ থামাও; থামো
আমার ঘরের দরজা থেকে নামো…
আলমারিতে ভাজ করা সেই লাল টুক টুক স্মৃতি
মধ্য রাতে পাল্টে ফেলে যখন পরিস্থিতি;

তখন তোমার কণ্ঠ আমার বুকের মাঝে বাজে।
মন বসে না কোথাও কোনো কাজে;
তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া,
কঠিনতর অন্ধকারে এক জোনাকির মায়া!!

এখানে আপনার মন্তব্য রেখে যান