একান্ত বাক্যেরা-০২ / সাইফ আলি

হঠাৎ এসেছো মেঘ, পাহাড় মেখেছে সারা গায়-
ঝর্না ছুটেছে শুধু আঁকাবাঁকা পথ ধরে
কিশোরির মতো খালি পায়…
ঝিঝির নুপুর বাজা সারা রাত কেটে গেছে পূর্ণ চাঁদের আলো মেখে
মরূচোখ ভিজে গেছে তোমাদের রূপ দেখে দেখে!
 
যেভাবে পাহাড়ি নদী ছুটে যায় পাথরের বুক কেটে কেটে
সেভাবে দু’চোখ যদি অবিরাম ছুটে চলে তোমাদের রূপ ঘেঁটে ঘেঁটে-
তবুও প্রেমিক ছাড়া পরিচয় মিলবে না কোনো
শুধু উম্মাদ ছাড়া পরিচয় মিলবে না কোনো…
(থানচি, বান্দরবন)

এখানে আপনার মন্তব্য রেখে যান