পারো যদি একবার
শুধু একবার তুমি সাঙ্গুর মতো
উথাল পাথাল করো পাথুরে এ বুক…
অথবা এ পাহাড়ের চাঁদগলা রাত হয়ে যাও,
আমি এক জুমচাষী হই-
পাথরের ভাজে ভাজে ভালোবাসা করে যাই চাষ।
পারো যদি একবার, শুধু একবার তুমি
হও সেই মেঘ-
যে মেঘ জড়িয়ে রাখে
প্রেমিকের সবুজ হৃদয়…!
এখানে আপনার মন্তব্য রেখে যান