কাল সারারাত / সাইফ আলি

কাল সারারাত চাঁদের আলোতে গোসল-
যেনো নির্ঘুম এক পাখি-
কাল সারারাত তারার সঙ্গে আলাপ
ছিলো জোনাকির মাখামাখি…
কাল সারারাত, শুধু স্বপ্নের রাত ছিলো।

ছিলো পাহাড়ের ব্যালকোনি
আর বৃক্ষের কালো ছায়া,
কঠিন নির্জনতায়
ছিলো ঝর্ণার মৃদু মায়া…

যেনো মেঘরাজ্যের দেশে
প্রেমিকের পাশে প্রেমিকা দাঁড়ালো এসে
কোনো কথা নেই বলার
কোনো পথ নেই চলার;
কাল সারারাত,
শুধু স্বপ্নের রাত ছিলো…

এখানে আপনার মন্তব্য রেখে যান