প্রিয়া ও মা / সায়ীদ আবুবকর

যদি প্রিয়া বলো, তার ঠোঁট মুখ্য হয়ে ওঠে, তার চোখ, চোখের ভুরু,
চোখের চাহনি, অমাবশ্যা রাত্রির মতো একমাথা চুল আর বক্ষদেশে দাঁড়িয়ে থাকা পাকা ডালিম পর্বতমালা মুখ্য হয়ে ওঠে, মুখ্য হয়ে ওঠে রহস্যাবৃত তার সমস্ত শরীর; তখন হরিণকে নাগালে পাওয়া কোনো ক্ষুধার্ত বাঘের মতো জেগে ওঠে দেহ, জেগে উঠে ছুটতে থাকে, ছুটতে ছুটতে তৃপ্তির কিনারে গিয়ে সে থমকে দাঁড়ায়।

যদি মা বলো, শরীর হারিয়ে যায়, সমুদ্রের তরঙ্গের মতো জেগে ওঠে পবিত্র একটা বোধ আর তাতে আছাড়িপিছাড়ি খায় আমাদের সমস্ত সত্তা।

৫.১১.২০১১ মুকতারপাড়া, সিরাজগঞ্জ

এখানে আপনার মন্তব্য রেখে যান