আগ্নেয়াস্ত্র নয়
এক মুঠো শাদা ভাত চাই-
চাই দুইবেলা পেট পুরে শুধু খেতে।
পারমানবিক বোমা আমাদের দরকার নেই
মানবিক দৃষ্টিকোন থেকে বলছি।
‘চুলোয় যাদের আগুন জ্বলেনা
কুলোয় তাদের স্বপ্নের চাল!!’
বলতেই পারেন।
কিন্তু সৃষ্টিজগৎ বিচিত্র বটেই-
বাঘের চোখে হরিণ স্বপ্ন,
হরিণ চোখে স্বর্ণলতা।
বস্তির কুঁড়েতে জন্ম নেয়া এক মানব সন্তান
সেদিন নাকি মাঝরাত্রে হঠাৎ চিৎকার করতে করতে
ঘর থেকে বেরিয়ে পড়েছে-
‘মানি না মানি না…’
তাই কি হয়?? যান্ত্রিক সভ্যতার এই যুগে,
মানুষ যখন নিজেকে মানিয়ে নিতে ব্যস্ত;
তখন তোর মতো এক ছোকরা, যে কিনা
নিজের নামটা ঠিক মতো লেখতে পারে না,
সে বলছে- মানি না!!
মানতে হবে তোকে
বনসাই গাছের মতো
অল্প আলোতে, অল্প পানিতে; অল্প মাটিতে।
এখানে আপনার মন্তব্য রেখে যান