আমি তাঁকে বললাম, আলেম বলতে কি এমন সব লোককে বুঝায় যারা লম্বা আলখেল্লা পরে, মাথায় পাগড়ি বেঁধে বুক ফুলিয়ে হাঁটে আর দুয়েকটা আরবি বলে দরাজ গলায়?
-বাহির দেখে বিভ্রান্ত হয়ো না, বৎস, যেমন বিভ্রান্ত হয়েছিল মুসা তাঁর হাতের ছড়িটি নিয়ে। ছড়িটি যখন সাপ হয়ে গিয়েছিল তখন তো ছানাবড়া হয়ে গিয়েছিল তাঁর চোখ। আবার স্মরণ করো সেই মুহূর্তটির কথা যখন মুসাকে প্রশ্ন করে বসেছিল তাঁর কওম, ‘মুসা, আপনি বলুন, এ জাতির মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে?’ মুসা যখন বলেছিল ‘আমি’ তখন স্রষ্টা তাঁকে নির্দেশ দিয়েছিলেন সেই ব্যক্তির সান্নিধ্যে যেতে, যার কর্মকাণ্ড তাঁকে হতভম্ব করে দিয়েছিল। মানুষ আলেমের কথা বলে। খোয়াজ খিজিরের দেখা পেলে আমি বলতাম, ‘হুজুর, আলেম কাকে বলে আমাকে বুঝান।’
১১.১১.২০১১ মুকতারপাড়া, সিরাজগঞ্জ
এখানে আপনার মন্তব্য রেখে যান