কোথায় তোমার জন্ম তুমি কোথায় গিয়ে উধাও হলে
আমিও তোমার সঙ্গে না হয় সেই অজানায় গেলাম চলে
আমায় তুমি চলতে শেখাও নিরবধি
তোমার মতো ঢেউ টলমল আমার বুকেও থাকতো যদি…
তোমার বুকে যখন মাঝি নৌকা ছোটায় বৈঠা ঠেলে
তখন তাকে কি গান শোনাও
উদোম বালক খেলতে এলে তাকেও বুঝি দুঃসাহসী
প্রতিরোধের স্বপ্ন বোনাও।
আমায় তুমি ঢেউয়ের পাকে আটকে পড়া খড় ভেবো না
ভাবতে পারো বন্ধু আপন
তোমার তীরে জন্ম আমার
তোমার কোলেই জীবন যাপন।
এখানে আপনার মন্তব্য রেখে যান