দূরে কেউ দাঁড়িয়েছে এসে
নীল ঘেঁসে, আকাশের নীল;
মেঘে নেই তাল-লয়-সুর
নেই কোনো শুদ্ধ অন্তমিল।
বৃষ্টি হবে,
অনবরত আবার সেই
পুরাতন বৃষ্টির ছাঁটে
ভিজে যাবে সেও…
সত্যি বলতে-
আমি তাকে ভিজতে দেখিনি
পুঁড়তে দেখিনি আজও।
অশরীরী ছায়ার মতোই
মনে হয় আকাশের নীলে
জেগে থাকে, ডাকে… ইশারায়……
শুনছো, তোমাকে বলছি…
তুমি কে হে??
হাত নাড়ো; চোখে চোখে কথা কও, হাসো-
নেমে আসো, কথা বলো মুখে; যেভাবে আমরা বলি।
সে শুধুই হাসে, অট্টহাসি নয়- ফুলেদের মতো-
জোনাকির মতো- সাগরের বুকে এক ভেসে থাকা নৌকার মতো।
তার কোনো চাওয়া নেই, পাওয়া নেই;
না পাওয়ার বেদনাও নেই।
তবু আছে কেউ এক, আকাশের কোল ঘেঁসে- দূরে…
চাঁদের আলোতে, কিংবা ঘোর অমাবশ্যার রাতেও
দেখা মেলে তার; আমার দিকে তাকিয়ে-
ঠায় দাঁড়িয়ে আছে পাহাড়ের মতো- নির্বাক;
তবু যেনো কতো কথা বলে, চোখে রেখে তার দুটো চোখ-
এখানে আপনার মন্তব্য রেখে যান