পাখিরাও কথা কয়
তুমি বলো গান,
ফুলেরাও সঙ্গমে মাতে
তুমি দেখো রঙের বাহার;
ভালোবাসো যাকে তার সবটুকু কালো হয় মেঘছেঁড়া জোছনার রাত,
আর যাকে ঘৃণা করো-
তার হাসি হয়ে যায় চকচকে ধারালো করাত।
প্রেমিকের চোখে দেখো হতাশ হবে না কোনোদিন,
ভালোবাসা পৃথিবীকে করে তোলে ভীষণ রঙিন।
এখানে আপনার মন্তব্য রেখে যান