অস্তমিত শতব্দীর শেষ রশ্মি তোমার চিবুকে
ছায়া ও কায়ার মতো স্পর্শ দিয়ে নামে অন্ধকার;
লাফায় নুনের ঢেউ। রক্তাম্বর জলধির বুকে
আবার নামের ধ্বনি, কার নাম? সেও কি তোমার?
ভবিষ্যৎ দ্রষ্টা নই। কিন্তু জেনো কবির নয়ন
ভেদ করে গ্রহান্তর, পার হয় সমস্ত উদ্যম,
কেন এত রক্ত তবে, কেন এত মৃত্যুর বয়ন
তাঁত বুনে ব্যর্থতার? নক্সাি তোলে তোমারই প্রথম!
আরও শতবর্ষ বড়ো ক্লান্তিকর। রক্ত ক্লেদ মাখা
একটি তারার ভাগ্য মানুষের করায়ত্ত নয়;
তাহলে অদৃশ্য মানো, অদৃষ্টেই মেলে দাও পাখা
মানো যে নিয়ন্তা তিনি, তার হাতে জয়-পরাজয়।
এ বিশ্বে বাস করতে শেখেনি যে, পরম বিজ্ঞান
তার কোন্ কাজে আসে? পার হও যন্ত্রের নিদান।
৩০.১২.৯৯
এখানে আপনার মন্তব্য রেখে যান