নতুন মেঘ / সাইফ আলি

আবার নতুন মেঘ এনেছে যে শ্রাবনের ঢল
ঘুমন্ত নদীগুলো হঠাৎ জেগেছে তার ডাকে,
হে মাঝি আবার তুমি বের হও জিবিকার খোঁজে
রুপালী মাছের পেট চিক চিক করে ঝাঁকে ঝাঁকে-

মেঘ দেখে ভয় পেলে মাঝির কি সংসার চলে
দাঁড় বাও জোরে মাঝি জাল ফেলো দক্ষ্যের মতো
ফুলুক নদীর জল দুলুক নৌকা তবু আজ,
কান পেতে শোনো ঐ ঝাঁক ঝাঁক মাছের আওয়াজ…

এখানে আপনার মন্তব্য রেখে যান