মেঘ ঝির ঝির ঘোলা চশমার কাঁচ
ছুঁয়ে দেয় কেউ, ছুঁয়ে দিয়ে যায় শৈশব
উতলা উঠোনে ভরা বর্ষার বেঠক
বসবেনা আর; বার্ধক্যের বন্ধন বড় নির্মম…
ভেজা দৃষ্টি তবুও খুঁজে যায়-
চোখ বুজে যায়,
কথা পায় না তো হায় কেউ আর;
আষাঢ়ের সাথে লেখা হয়ে গেছে সেই কবে উপসংহার।
মেঘ ঝির ঝির ঘোলা চশমার কাঁচ
ছুঁয়ে দেয় কেউ, ছুঁয়ে দিয়ে যায় শৈশব
উতলা উঠোনে ভরা বর্ষার বেঠক
বসবেনা আর; বার্ধক্যের বন্ধন বড় নির্মম…
ভেজা দৃষ্টি তবুও খুঁজে যায়-
চোখ বুজে যায়,
কথা পায় না তো হায় কেউ আর;
আষাঢ়ের সাথে লেখা হয়ে গেছে সেই কবে উপসংহার।
এখানে আপনার মন্তব্য রেখে যান