মানুষ আমাকে গণতন্ত্র নিয়ে প্রশ্ন করে। আমি বুঝিই না গণতন্ত্র বলতে কী বুঝাতে চায় তারা। যা বোঝে না তাই নিয়ে খালি তর্ক করে চলে তারা পথেঘাটে। তারা সাপবিচ্ছুর মতো কিছু মানুষকে ক্ষমতায় বসিয়ে দিয়ে চায়ের দোকানে বসে চা খায় আর তৃপ্তির হাসি ছড়াতে থাকে চারদিকে। নির্বাচিত সেই লোকগুলো যখন হায়েনার মতো তাদের হাড়মাংস চেটেপুটে খেয়ে তাদেরকে চালান করে দেয় জাহান্নামে, বিস্ময়ে তাদের দুচোখ উল্টে যায়। যখন গণতন্ত্রের নামে ইউরোপ ও আমেরিকা একজোট হয়ে একের পর এক তৃতীয় বিশ্বের অথর্ব দেশগুলোর ঘাড় ভেঙে রক্ত চুষে চুষে খায় তখনও এশিয়ার কিছু গাড়ল গণতন্ত্রের জয় হোক বলে মিছিল করে চলে রাজপথে। তারা বোঝেই না গণতন্ত্র বলতে আসলে বুঝায়টা কী। মানুষ কেন এত তন্ত্রমন্ত্র নিয়ে হৈচৈ করে? সরল রাস্তা দিয়ে না হেঁটে সে কেন খেজুরের পচা কাঁটা বিছানো আঁকাবাঁকা রাস্তা দিয়ে বেকুপের মতো খালি পায়ে হাঁটে?
২১.১২.২০১১ মুকতারপাড়া, সিরাজগঞ্জ
এখানে আপনার মন্তব্য রেখে যান