ভিন্ন পথে / সাইফ আলি

শেষ বেঞ্চেই মিলতো দেখা সব সময়
লেখাপড়ায় চলতো লড়াই পাশ নিয়ে-
কিন্তু যখন মিছিল হতো
সবার আগে সেই দাঁড়াতো
বাঁশ নিয়ে।

বেতের ভয়ে মাটির সাথে
চোখ দুটোকে আটতো সে,
কিন্তু সোনার ধান ফলাতে
ভিষণ রকম খাটতো সে,-
সেই ধানে যে চোখ দিয়েছে তার বেলা
একটুও সে ছাড় দিতো না, লেও ঠ্যালা…

সবাই কি আর কলম হাতে যুদ্ধে যায়
হয়তো বা কেউ ভিন্ন পথেই শুদ্ধে যায়।

এখানে আপনার মন্তব্য রেখে যান