হাঁটাহাঁটি করে, হাসাহাসি করে, কানাঘুষা করে
রাতদিন শুধু ছবির মানুষ ছবির শহরে।
খবরে কাগজে ছাপা ছবি যেন এ মানুষগুলো
রাস্তা ও ঘাটে ওড়ায় কেবলি ধোয়া আর ধুলো।
মানুষগুলোর ঠোঁটে যত কথা বাজে সারাদিন
যেন তা পেপারে ছাপা মিছে কথা কাগুজে রঙিন।
রাতদিন শুধু ছবির মানুষ ছবির শহরে
ভূতদের পায়ে ভিলেনের মতো হাঁটে আর ঘোরে।
এখানে আপনার মন্তব্য রেখে যান