মনটা আমার এমন কেনো? পাখির মতো
উড়ু উড়ু , যখন তখন যায় সে উড়ে
দেশ হতে কোন দেশান্তরে,বন-বনানী,
তের নদী আরো যে সাত সমুদ্দুরে !
মনটা আমার এমন কেনো, বলতে পারো?
কচি ধানের চারার মতো সবুজ সবুজ-
হাত ছোঁয়ালেই শিশির কণা দেয় ভরিয়ে
মন কি কচি ঘাসের ঢগার মতোই অবুঝ?
মনটা আমার এমন কেনো, কেউ কি জানো?
আমার মতোই এমন কারো হয় কখনো?
মন যে আমার প্রবাহমান নদীর মতো
ভাসিয়ে রাখে ইচ্ছে এবং স্বপ্ন যতো।
এখানে আপনার মন্তব্য রেখে যান