তোমরা যারা খুব সহজেই বদলে ফেলো দেশটাকে
মুখের কথাই বিশ্বজয়ের স্বপ্ন দেখে রাত কাটাও
আসছে সময় ওসব ছাড়ো পাল্টে ফেলো বেশটাকে
নয়তো এবার পোলাও কেনো জুটবে না হাড়-টুকরাটাও
তন্ত্রমন্ত আওড়েছো খুব কাটছে এখন চোখের ঘোর
পেটের খিদে ডিপ-ফিরিজের মর্ম ভুলে ধর্মে ফের
আসছে ফিরে। এবার ঠিকই রাত পোহাতেই নতুন ভোর-
এবার ঠিকই মজুর চাষা সত্যিকারের কর্মে ফের
হাত লাগাবে। ভুলবে না আর চাটুকারের বোল শুনে।
তোমরা যারা বলদ ভেবে মানুষ করো তুচ্ছ জ্ঞান
পাল্টে ফেলো মর্জি-মেজাজ, পাল্টে ফেলো নিজ গুণে
নয়তো ঠিকই খুব সকালে ভাঙবে সকল মধুর ধ্যান।
এখানে আপনার মন্তব্য রেখে যান