নাম তার কারিনা কাপুর / সায়ীদ আবুবকর

দুর্বল একটি কঙ্কালের উপর কিছু মাংস; মাংসের উপর কিছু রঙ; এইসব নিয়ে স্বল্পবসনা সে হাতপা দুলিয়ে টিভির পর্দায় নাচছিল। নাচার সময় তার মনে হচ্ছিল তাকে চমৎকার দেখাচ্ছে। লোকেরা দুনিয়ার কাজ ফেলে রেখে হাঁ-করে তাকিয়ে ছিলো তার দিকে। তাদেরও মনে হচ্ছিল তাকে চমৎকার দেখাচ্ছে। আমি লোকগুলোর দিকে একবার তাকাচ্ছিলাম আর একবার তার দিকে তাকাচ্ছিলাম। আমি বুঝতে পারছিলাম না কিছুতেই, একটা অর্ধনগ্ন কঙ্কালের নাচ সব কাজ ফেলে রেখে এভাবে হাঁ-করে দেখার কী আছে। তখনও  বুঝতে পারিনি আমি, যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি সেটা মূলত এক ভূতের শহর।

২৫.১.২০১২ মুকতারপাড়া, সিরাজগঞ্জ

এখানে আপনার মন্তব্য রেখে যান