সমুদ্রের সুনীল জোয়ার বুকে ক’রে আমি আবার ফিরে আসবো।
সুপ্রাচীন টেরাকোটা নিয়ে আবার ফিরে
আসবো। আমি তলব করবো সভ্যতাকে তোমার উদ্দেশ্যে
আমি গেথে তুলবো পার্থিব প্রাসাদ।
এইা পৃথিবীর হৃৎপিন্ড ও হৃদয় জুড়ে তোমার
শোণিত ধারা স্পন্দমান।
হিরোশিমা, আমি তোমার একান্ত সন্নিকটে
এ্যাডাম কোথায়? ঈভ? সেই মানবী কোথায়?
এ্যাডামের বাম পাঁজরের হাড় দিয়ে যে মানবীর জন্ম
সেই প্রেয়সী নারীর সন্ধান করতে এসেছি আমি
হিরোশিমা, তাকে বাঁচিয়ে রাখো জন্ম-জন্মাবধি
মানবজাতির অস্তিত্বের কোরক ফাটিয়ে
তুমি জেগে ওঠো। অ-মানবকে অন্তর্বর্তী কোরো না মানবজাতির।
আমি প্রত্যুষের উল্কিআঁকা হাত দু’টো
উপহার দিতে এসেছি তোমাকে।
তুমি এই হাত দু’টো বুকে তুলে নাও
হিরোশিমা।
এখানে আপনার মন্তব্য রেখে যান