অথচ মিললো না / সাইফ আলি

বৃক্ষ মানবের সবুজ মৌনতা হয়তো ভালো লাগে
হয়তো ভালো লাগে নদীর মতো কারো চলার গতিপথ,
কারো আকাশ জুড়ে পাখির উড়াউড়ি দেখতে ভালো লাগে
শুনতে ভালো লাগে মৃত পাতার দেহে পথের সংগীত।
কিন্তু সবচেয়ে বুঝতে ভালো লাগে চোখের ভাষ্যটা…

আমরা মানুষেরা শ্রেষ্ঠ গুণাগুণ তালাশে মত্ত
অথচ লোপ পায় বিবেক বোধ আর মানবিকত্ব…

পৃথিবী ঘুরেফিরে হয়তো এনে দেবে পুরোনো বর্ষা
কিন্তু কংক্রিটে কখনো জমবেনা হাসের জলকেলি
শরৎ ঘুরেফিরে হয়তো এনে দেবে শুভ্র কাশফুল
কিন্তু যান্ত্রিক চোখের পর্দাতে ওসব টিকবেনা
বিলাসী চর্বিতে জমবে হয়তোবা নতুন সিনেপ্লেক্স…

আমরা মানুষেরা সহজ কিস্তিতে খুঁজেছি সত্ব
অথচ মিললো না একটা হৃদয়ের সহজ তত্ত্ব।

এখানে আপনার মন্তব্য রেখে যান