দুই দশ আট / আলি মেসবাহ

যেদিকেই যাই
যেখানে হারাই
থাকে সেই ডাকে সেই
চেনা পথ-ঘাট।
হাতছানি দিয়ে ডাকে
দুই-দশ-আট।
খোলা থাক খুলে রাখ
স্মৃতির কপাট।
চেতনায় ভাস্বর
দুই-দশ-আট।

২৮.১০.১৬

এখানে আপনার মন্তব্য রেখে যান