প্রার্থনা / সাইফ আলি

পৃথিবীটা ফিরে যাবে,
যেভাবে পাখিরা ফেরে;
যেভাবে গোয়ালঘরে ফিরে আসে
হালের বলদ-

রাতের তারকারাজি নিভে যাবে একসাথে সব
যেভাবে সহসা নেভে মাটির প্রদ্বীপ এক ফু’তে
পাহাড়েরা তুলো তুলো মেঘের শরীর হয়ে
ভাসবে সেদিন…
সাগর শুকিয়ে যাবে, মানুষ কিটের মতো
দল বেধে দৌড়াবে পাগলের মতো-
ইয়া-নাফসি  ছাড়া কোনো কবিতার
মিলবে না খোঁজ;
হে প্রভূ সেদিন তুমি আমার অংকটাকে
করে দিও সরল সহজ…

এখানে আপনার মন্তব্য রেখে যান