বার বার আবর্তিত হই / সাইফ আলি

বার বার আবর্তিত হচ্ছি আমরা
পৃথিবীর মতো আপন কক্ষপথে
মৌসুমী বাতাসের মতো
অনবরত শৈশবের দিকে,
সময়ের গতিপথে যদিও তা উল্টোস্রোত বটে-

প্রতিদিন সূর্যের মতো
অথবা পূর্ণ সেই চাঁদ
আধ খাওয়া প্রেমের শরীর
পুনঃরায় সেরে ওঠে, বিলায় জোসনা সারা রাত;
চক্রে সামিল হই আমরাও প্রতিদিন প্রতি নিঃশ্বাসে…

আবর্তিত জলের শরীর,
কখনো সে মেঘ হয়, কখনো নদীর ঢেউ;
কখনো সাগর, বুকে ব্যথার লবন…
তুমিও কি মেঘ নও?
সাগরের জল নিয়ে চোখে
যখন দুঃখ পাও, ব্যথার বৃষ্টি হয়ে ঝরে পড়ো;
পাললিক সুখ বয়ে নিয়ে যাও উপকূলে ফের…
আমিও তোমার মতো, আমরা সবাই-
বার বার আবর্তিত হই।

আর যারা ছিটকে পড়ে উল্কার মতো
কক্ষপথ থেকে যায় সরে,
তারা যায় জীবনের চক্র থেকে
মৃত্যুর অতল গহ্বরে।

এখানে আপনার মন্তব্য রেখে যান