তুমিও তোমার পথ খুঁজে নাও / সাইফ আলি

কথাগুলো কথা স্বপ্নেরা কাড়ে ঘুম
রাতগুলো রাত দিনগুলো পলিজমা
পলিতে ব্যথার পুরোনো আবাদ
মানেনি তো দাড়ি কমা-

বেয়াড়া বাতাস ঘন নিঃশ্বাস
বিশ্বাসে জমে ক্লেদ,
তবুও জীবন কালের কলসে
জমা করে রাখা জেদ।

তুমি কি মাঠের গল্প পড়োনি
হে পাঠক, শস্যের-
তুমি কি পড়োনি কাব্য কখনো
ক্রমাগত ভাঙনের?

তবুও পাখিরা অবসর খুঁজলো না
মাছেরা নয়তো অনুকূল সন্ধানি,
গাছেরা কখনো বয়ে বেড়ালো না
হলুদ ব্যথার গ্লানি।

তুমিও তোমার পথ খুঁজে নাও
জীবনের তোলো পাল,
আসুক ব্যথার প্রতিকূল স্রোত
মজবুত রাখো হাল।

এখানে আপনার মন্তব্য রেখে যান