স্থানু হয়ে থাকা পাথর সময় শেষে
প্রেমিক দাঁড়াবে প্রেমিকার কাছে এসে
বাতাসে বাতাসে গুমোট দীর্ঘশ্বাস
তখনো বেড়াবে ভেসে।
কারণ প্রেমিক প্রেম কি তা জানবে না…
শীত চলে যাবে ফাটা পায়ে হেঁটে হেঁটে
শেষ হয়ে যাবে প্রেমিকার ভ্যাসলিন
কুয়াশার জালে পথ ভুলে ভুল গেটে
কেউ টোকা দিয়ে বলবে না ভালোবাসি
কারণ প্রেমিকা কোনো ভুল মানবে না…
ক্রমে ডুবে যাওয়া জাহাজের মজনুরা
শেষবার যদি লাইলির খোঁজে সাঁতরায়-
বুঝবে সে প্রেম বাঁচতেও পারে
কোনোমতে এই যাত্রায়।
এখানে আপনার মন্তব্য রেখে যান