যদি বা নদী হতাম
আমার বুকে তোমার সর্বাঙ্গ ডুবিয়ে
সাঁতার কাটতে
আর
গা কছলে কছলে গোসল করতে
আমার চঞ্চলতায়
ভেসে যেতো তোমার আঁচল
নাটোরী কাঁচা গোল্লার মত
তোমার শরীরে
আমার পুরুষী স্পর্শে
ঠোঁট টিপে টিপে হাসতে
লজ্জায় দুচোখ ঢাকতে তুমি
আর……
আমি…..
পুংখানু পুংখ বিশ্লেষণ করে
জানতাম তোমাকে
তুমি কত অপরূপ
মন্তব্য করুন