ভালোবাসা বিন্দু শিশির… / সাইফ আলি

চাঁদ হয়ে সূর্যের বিপরীতে দাঁড়াতে হবে না প্রিয়তমা
তুমি যদি জোনাকিও হও-
আমার অন্ধকার রাত
তোমার জন্য রেখে দেবো।
আকাশ ঘোলাটে করে বৃষ্টি না আনলেও হবে
দু’ফোটা চোখের জলে প্রেমের নৌকা যদি ভাসে
সে বেলা শ্রাবন-ঢলে কাকভেজা না ভিজেও আমি
দাঁড়কাক হয়ে যাবো নগরীর নিসঙ্গ দেয়ালের ভীড়ে
ভালোবাসা প্রাচুর্য বোঝেনা,
ভালোবাসা বিন্দু শিশির…

এখানে আপনার মন্তব্য রেখে যান