হেমন্ত আজ কোন সুখে যে কাঁদলো সারাবেলা
হয়তো ভেজা গাছের পাতা জানে,
হেমন্ত আজ কোন সুখে যে ভিজলো সারাবেলা
হয়তো ভেজা কাক বোঝে তার মানে;
জল ভরা ঐ মেঘের শরীর বৃষ্টি করে ফেরি
হয়তো ওসব খেয়াল-খুশি কালচে আকাশেরই,
কিন্তু তোমার কালচে আকাশ পছন্দ নয় মোটে
পছন্দ নয় বৃষ্টি ফোটা সবুজ পাতার ঠোঁটে
তুমি তো নও এমন কোনো হেমন্ত দিন প্রিয়
তোমার সাথে শুভ্র-নীলে শরৎ তুলনিয়।
শরৎ এবং হেমন্ত নয় হয়তো বেশি দূরে
কিন্তু তারা গান ধরে না পরষ্পরের সুরে…
এখানে আপনার মন্তব্য রেখে যান