সুখের আগুনে তার গ্রাস করে দুখের ফসল
ভিটে-মাটি ছাড়া হয় অবারিত মুক্তির স্রোতে
সে কি এক পাখি ছিলো, ঝাপটাতো স্বপ্নের ডানা?
নাকি এক লাল ঘুড়ি; লাট খাওয়া কালের নকল…
চাঁদরাতে একদিন মেঘের শরীর ছুঁয়ে
নেমে আশা তার কিছু কবিতার মোহে
প্রেমিক বললো, দেখো আমাদের পৃথিবীতে আর কেউ নেই
যেদিকেই চোখ মেলো পাবে আমাকেই…
প্রেমিকা কোথায় যেনো উধাও আকাশ হয়ে গেলো।
তারপর একদিন ফিরে এলো নীল শাড়ি পরে
প্রেমিক দেখলো শুধু ঝরঝরে আকাশের পাড়
কেউ নেই, কিছু নেই; নেই কোনো শর্তের জাল-
তুমি যদি নদী হও আমি হবো ঢেউ
অথবা পাহাড় হলে ঝর্ণার ধারা।
সবকিছু পেয়েছে সে; গাড়ি-বাড়ি-টাকা-কড়ি সব-
অথচ সে নিজেকেই পেলোনা কখনো;
একটা শরীর ছিলো যান্ত্রিক কোলাহলে মেতে
অথবা কাঙাল ছিলো সারাটা জীবন হাত পেতে…
এখানে আপনার মন্তব্য রেখে যান