যখন ফিরিয়ে দেয় আদালত, শূন্যহাতে;
যখন মুখের উপর ডাক্তার বলে দেয় সারবে না, তাতে
কাঁচের গ্লাসের মতো ভেঙে খানখান হয়ে যায় বুক;
যখন কেবলি স্বাস্থ্য ভাঙে খাদ্য, পূর্ব ও পশ্চিম তাবৎ মুলুক
চলে যায় সম্পূর্ণ বিরুদ্ধে;
যখন একের পর এক পরাজয় নেমে আসে যুদ্ধে-
যখন বিষণ্ন দুলদুল, দিশেহারা,
ইমাম হোসেন ছাড়া
ফিরে চলে ঘরে;
তখন নির্বাক, বিধ্বস্ত অন্তরে,
ফিরে আসা শুধু তোমার কাছেই
এই সত্য নিয়ে- তোমার ওপার কেউ নেই।
৩.৩.২০১ মুকতারপাড়া, সিরাজগঞ্জ
এখানে আপনার মন্তব্য রেখে যান