ফেরারী ভুলেছে পথ / সাইফ আলি

ফেরারী ভুলেছে পথ
দ্বিধা বিভক্ত পা
ফেরারী ফিরবে ঘরে
নাকি কখনোও কোনোদিন আর
ফিরতে পারবে না।

ফেরারীর পায়ে বেড়ি
বেড়ি নাকি ছিলো ফুল;
ফেরারী ভুলেছে পথ
নাকি পথ ছিলো নির্ভুল?

পথ ছিলো বড় ফাঁকা
ছিলো নিরবতা ভয় জট
রাতের আকাশ জোড়া
ছিলো তারাদের কটমট।

ভাঙা চাঁদ মিলেছিলো সাথী
যেনো দৈত্যের বাঁকা শিং;
হাতে ছিলো হাতকড়া
নাকি প্রেয়সীর দেয়া রিং?

ফেরারী ভুলেছে পথ
তবু পথ ছিলো নির্ভুল
ফেরারীর পায়ে বেড়ি
আর বেড়িতে সাজানো ফুল।

এখানে আপনার মন্তব্য রেখে যান