যদি ভুল পথে এসে থাকি তবে জেনো ভ্রান্তিই আমার ধ্রুব। এখন
গাছ সাক্ষী আমি আর ফিরব না। নদী সাক্ষী আমি আর ফিরব না।
মেঘ, পাখি আর পাল তোলা নাওয়ের কসম, যে পায়ের ছাপ
আমার পেছনে রেখে এলাম তা মৃত্যুর দিগন্তে গিয়ে
একবার নিঃশ্বাস ফেলবে। ভুলের পুরস্কার যদি মৃত্যু, তবে তাই হোক।
অথচ আমার যৌবনে আমাকে কেনা সমর্থন করেছে। সবাই
বলেছে, যাও যাও। বাঁশবনের আড়ালে দাঁড়িয়ে মার্জারীর মত
ধূর্ত এক নারী তার কাঁকন বাজিয়ে বলেছিল, যাও।
এখন মনে হয় একশ বছর আমি কেবল হেঁটেছি
দ্যাখো আরও শত বছরের জন্য আমার চরণ প্রস্তুত। এখন
কেন আকাশের ধ্রুবতারাকে আমি ভুলের দিশারী
বলব? তোমাদের একবিংশ শতাব্দীতে আমার ভুলের
দিগবিজয়।
মানুষের সকল সফরই যদি শেষ পর্যন্ত এক মহাসমাপ্তির দিকে
তাহলে কেন আমাকে নিয়ে মরুভূমিতেও এমন
বালুর তরঙ্গ। হোক মরীচিকা, আমার তিয়াস
মেটাবার স্বপ্নের পিছু ধাওয়া ছাড়ব কেন?
আমার সামনে ঐতো সরোবর। মাছের তোলপাড় আমি
শুনতে পাচ্ছি। এ বাঁশবনের হারিয়ে যাওয়া সোনার কাঁকন
আমি ভুলের শেষবিন্দুতে তোমাকে খুঁজি।
এখানেও আমার দেহের সাথে তুলনা দেয়ার জন্য আছে
ঝাউয়ের সারি। তোমার চোখের উপমার মত দিঘি। খুঁজলে
তোমার বক্ষের তুলনাও কোথাও আছে। কিন্তু বারবার তুলনা খোঁজার সাহস
আমি কোথায় পাবো?
এখানে আপনার মন্তব্য রেখে যান