একটা পতাকা হোক বিবর্ণ, পৃথিবীর বুকে
একটাই দেশ হোক মানবজমিন;
স্বাধীন মানুষ হোক পরাধীন বিবেকের কাছে…
তোমরা তন্ত্রে বড়ো একরোখা পশুর মতোন
বিধানসভায় তোলো সাহেবের পেয়ারি বাজেট,
চাল-ডাল-তেল-নুন এবং বাতাস
সবকিছু সমানে-সমান;
অথচ টিনের চালে গান ধরে বর্ষা ক্ষুধার,
কাতরায় পথে পথে বিকৃত মানবতা আজো।
তোমরা কোকিল বড়ো বসন্ত আগমনী ভাজো…
আনবিক চুক্তিতে শান্তির কপোত ওড়াও
তারপর ছুড়ে ফেলো লোকালয়ে পরমানু অভিশাপ যতো,
সন্ত্রাস নির্মূলে কার্যত ফসলের ক্ষেত
পিষে ফেলো সাজোয়ার তলে;
এবং সবার শেষে প্রেমের তবলা এনে
বাজাও নিপূণ কৌশলে…