এক দেশ এক পৃথিবী / সায়ীদ আবুবকর

মানুষ আমাকে বিপ্লবের কথা বলে।
আমি বলি মানুষের প্রথম বিপ্লব হোক
দেশের দেয়াল ভেঙে ফেলা। সীমান্তের সব
কাঁটাতার ছিঁড়ে ফ্যালো। অতঃপর বিহঙ্গের মতো
পাসপোর্ট ছাড়াই ছড়িয়ে পড়ো পৃথিবীর দিগ্বিদিকে। মানুষকে
হৃদয়ে আঁকড়ে ধরে বলো, আমি মানুষের ভাই। যারা দেয়ালের কথা
বলে, যারা সীমান্তে সীমান্তে
কাঁটাতারের উপকারিতার কথা বলে,
যারা নদীদের বুকের উপর সীসার বাঁধের
প্রয়োজনীয়তার কথা বলে, যারা গণতন্ত্রের কথা
বলতে বলতে মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে হায়েনার
মতো, আর যারা বুকপকেটে পারমাণবিক বোমা নিয়ে দেশে দেশে
শান্তির কোরাস গায়, বন্দুকের
নল দিয়ে তাদের মাথার খুলি উল্টিয়ে দেয়াই
হোক মানুষের প্রথম বিপ্লব আজ। চীনের বিলের ধানে
সোমালিয়ার শিশুরা ফিরে পাক অধিকার, আমেরিকার গমখেতে
এশিয়ার বুভুক্ষুরা ফিরে পাক
অধিকার, ইউরোপের ঐশ্বর্যে আফ্রিকার
নিঃস্বরা ফিরে পাক অধিকার, পৃথিবীর মাঠে ফলা
সমুদয় ফল ও ফসলে প্রতিষ্ঠিত হোক মানবশিশুর মানবিক
অধিকার। মানুষ আমাকে বিপ্লবের কথা বলে। আমি
মানুষকে এক দেশ এক পৃথিবীর কথা বলি।
আমি মানুষকে মানববিশ্বের
কথা বলি।

৮.৪.২০১২ মিলনমোড়, সিরাজগঞ্জ

এখানে আপনার মন্তব্য রেখে যান