চকচকে পৃথিবীর লাশ / সাইফ আলি

কখনো কি শুনেছো এমন-
দুপুরের প্রচন্ড রোদে
পুড়ে গেছে উড়ন্ত চিল

অথবা নদীর বুকে এক
অযাচিত স্রোতের আঘাত
ভেঙেছে মাছের সংসার

কখনো কি দেখেছিলে পাখি
বনভূমি ছেড়ে দিয়ে
মরুভূমি করেছে আপন;
অথবা গাছেরা সব
ফলহীন ছায়াহীন
কৃপণ কাঙাল-

অথচ মানুষ দেখো
নিজ হাতে পুড়িয়েছে সবুজ বাতাস;
ক্যানভাস জুড়ে আঁকা
চকচকে পৃথিবীর লাশ।

এখানে আপনার মন্তব্য রেখে যান