আমি মরে গেলে / সাইফ আলি

আমি মরে গেলে
কবরটা ঢেকে দিও সবুজ লতায়
রেখো না ইটের স্তুপ।

মাঝে মাঝে এসে
যদি পারো ভালোবেসে
প্রার্থনা করো;
নীরব মূর্তি হয়ে থেকো না দাঁড়িয়ে-
আমার মাটির ঘরে
জ্বালিও না কখনোও ছলনার ধূপ

আমি মরে গেলে
কবরটা ঢেকে দিও সবুজ লতায়
ভালোবাসা ফুল হয়ে ফুটবে সেখানে
বোটাছেড়া ফুল এনে
বলবে না- ভালবাসি প্রিয়;
পারলে মধ্যরাতে নামাজের অছিলায়
অশ্রুতে আমাকে সাজিও।

আমি মরে গেলে
কবরটা ঢেকে দিও সবুজ লতায়…

এখানে আপনার মন্তব্য রেখে যান