যে-নারী সবজির মতো, তাকে পাওয়া যায় পথেঘাটে;
যে-নারী মৎসের মতো, সে তুলসি তলা দিয়ে হাঁটে
দুলিয়ে কোমর-
জেলেরা খেওলা জাল নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে দ্যাখে ঘোর;
যে-নারী বিরিয়ানির মতো, তাকে পাওয়া যায়
পাঁচতারা হোটেলের কামরায় কামরায়;
শুকরিয়া, আমাদের মৃত্তিকার ঘরে
করে
সেইসব নারী বসবাস-
কুসুমের মতো রূপ আছে, রঙ আছে, আছে তার চেয়ে অধিক সুবাস।
১৪.৪.২০১২ মিলনমোড়, সিরাজগঞ্জ
এখানে আপনার মন্তব্য রেখে যান