পদ্মা নালার নাম / সাইফ আলি

কাঠের নৌকাগুলো হাঁটুজলে বাঁধা
শাদা শাদা বালি
তীরে কিছু ঘাস-লতা, নলখাগড়ার ঝোঁপ-

চর ঘেঁষে বয়ে যায় নালার মতোন
প্রমত্তা পদ্মা এখন।

এখন আর কেউ ভাবে না ভুলেও
পাড় ভেঙে যাবে;
ঘর-বাড়ি, গরু-মোষ, ফসল তলাবে-
চরের বালুতে আজ মুখ গুঁজে পড়ে আছে পদ্মার ভয়
পদ্মা নালার নাম; বেশি কিছু নয়।

অথচ সেদিন তুমি দেখিয়েছো
কি ভীষণ পদ্মার রূপ
উদ্যত জলের জোয়ার
কি ভীষণ পাড়ভাঙা নদী-

আজ এসো দেখে যাও পদ্মার বুকে
প্রাণের জোয়ার নেই
আরেকটু ঝুঁকে
ছুঁয়ে দেখো পানি
জমাট অন্ধকার বিষাদ তলানি।

এখানে আপনার মন্তব্য রেখে যান