দুঃখ এসে একদিন সম্মুখে বসল আমার
সমস্ত শরীর জুড়ে ফেলে নিঃশ্বাস
বলল- মানুষ,
আজ থেকে তোমার আমার নিত্য বসবাস।
সে আমার বোধের প্রথম ভোর-
এরপর থেকে বিরতিহীন দুঃখের ছায়া
আশীর্বাদ হয়ে থাকে মাথার উপর।
সুখ-পাখি, এসেছিলো সেও
জানালায় বসে তার মিষ্টি মিহি সুরে
বলেছিলো- শোনো,
আমাকে দেখতে পাবে ভোরের মিষ্টি রোদে,
আলোর দুপুরে,
বিকালে, গোধূলিবেলা, সন্ধ্যার বন্দর জুড়ে;
আমাকে দেখতে পাবে রাতের বাজারে
তোমার আশেপাশে-
যদি পারো কাছ থেকে- দূর থেকে দেখো
বাধতে যেও না যেনো সোনার নূপুরে।
আমি কি অধম হায় ভুলে গিয়ে সব
করলাম তাই;
সোনার নুপুর এনে পরালাম পায়।
সোনার অসুখে পাখি সেই থেকে ভোগে
দুঃখ হয় চিরসাথী সুখের বিয়োগে।
এখানে আপনার মন্তব্য রেখে যান