বিকেলের সব কথা / সায়ীদ আবুবকর

জানাযায় দাঁড়িয়ে তাদের আত্মাগুলো বটের পাতার মতো কাঁপছিল।
তাদের চোখের মণির উপর শেওলার মতো ভাসছিল
গোরস্থানের নিশ্ছিদ্র অন্ধকার।
পাপদগ্ধ দেহকারাগার থেকে লাফিয়ে পড়তে চাচ্ছিল তাদের
বন্দী আত্মাগুলো বিকেলের রুপোলি রোদ্দুরে।
মুনকার নাকিরের ভয়ে তারা যেন তাদের স্কন্ধের দু’পাশে তাকাতে
পারবে না কোনোদিন, এরকমই ভাবছিল তারা।
আর তাদের মনে হচ্ছিল, এরপর থেকে তারা ধোওয়া তুলশিপাতা
হয়ে যাবে, মনের ভুলেও কোনোদিন পা মাড়াবে না পাপপথে।
অতঃপর তারা তাদের বাড়িতে ফিরে গেল।
তাদের শরীর আবার তাদের আত্মাগুলো নিয়ে খেলতে লাগলো
অন্ধকার যত খেলা।
জানাযায় দাঁড়িয়ে ভাবতে থাকা
বিকেলের সব কথা ভুলে গেল তারা কত সহজেই।

২২.৪.২০১২ মিলনমোড়, সিরাজগঞ্জ

এখানে আপনার মন্তব্য রেখে যান