এখানে কোথাও এসেছিলে তুমি মনে কি পড়ে
হেলায় ফেলায় ভেলায় ভাসিয়ে সবুজ গাঁয়
মাঠের ফসলে, পিঠার হাঁড়িতে, গাছের ছায়
এসেছিলে তুমি সবার বাড়িতে কাটাতে দিন।
হঠাৎ কবে যে উধাও হয়েছো পাইনি ঠিক
এখন শুধুই ফাঁকা মনে হয় চতুর্দিক-
এখানে কোথাও এসেছিলে তুমি মনে কি পড়ে
এই নদীটার বুক ছুঁয়ে ছুঁয়ে ছোটা বাতাস
তোমাকে এনেছে; তুমি এনেছিলে শুভ্র কাশ
সবুজ ঘাসের বুকে বুনেছিলে ফুল রঙিন।
হঠাৎ কবে যে উধাও হলে তা পাইনি ঠিক
এখন শুধুই চর জেগে আছে চতুর্দিক।
এখানে আপনার মন্তব্য রেখে যান