অমরত্বে নেই, সুখে ও সফলতায় নেই / সায়ীদ আবুবকর

মরে গিয়ে মর্ত্যরে মানুষগুলো কত দিন বেঁচে আছে? কত দিন বেঁচে আছে সফোক্লিস, হোমার, এরিস্টোটল, প্লেটো, দান্তে ও মিল্টন? কত দিন হলো ইতিহাসের অংশ হয়ে আছে আওরঙ্গজেব, জুলিয়াস সিজার, অশোক, আকবর, চেঙ্গিজ খান, মাও সেতুং ও আব্রাহাম লিংকন? কোন্ অমরত্বের অহংকার করে মানুষ নশ্বর পৃথিবীতে, যখন রহস্যময় অনন্তের একদিন = দুনিয়ার এক হাজার বছর? আমার সমস্ত বিকেল, সমস্ত সন্ধ্যা, সমস্ত রাত্রি ও সমস্ত সকাল, সমস্ত বসন্ত, সমস্ত বর্ষা, সমস্ত হেমন্ত ও সমস্ত শীত অনন্তের গহ্বরে হারিয়ে যাবে একদিন কয়েক মিনিট কয়েক সেকেণ্ড হয়ে। শাহজাহান, কোন্ তাজমহলের গল্প শোনাও আমাকে, অমর প্রস্তরে যার মোড়ানো শরীর? ফেরদৌসী, কোন্ শাহনামার কাহিনী শোনাও, প্রতিটি পঙক্তি যার পারস্যের রাজাবাদশাদের রাজত্বের চেয়েও অমর ও অক্ষয়?
পিকাসো ও ভ্যানগগ, শোনাও আমাকে কোন্ চিত্রকর্মের কথা, অবিনাশী, অনশ্বর? সমুদয় অমরত্বের মুখে ছিটিয়ে থুতু আমি আজ
গুটিয়ে নিলাম আমাকে এক বুক তওবার ভেতর, এক সমুদ্র উত্তাল ক্রন্দনের ভেতর, এক অরণ্য প্রার্থনাকুসুমের ভেতর। আর কোনো অমরত্বে নেই আমি, দুকূল উপছে পড়া সুখে ও সফলতায় নেই, আছি শুধু অন্তহীন বিস্মৃতির মহাজলে ভাসমান এক টুকরো শেওলা হয়ে, ভয়ে যার কাঁপছে শরীর, কাঁপছে হৃদয়।

২৪.৪.২০১২ মিলনমোড়, সিরাজগঞ্জ

এখানে আপনার মন্তব্য রেখে যান