সব কথা বলা হয়ে গেলে
একটু সুযোগ দিও ,
মুহূর্তে বলে দেবো তোমার জন্য লেখা
সমস্ত কবিতা আমার…
সবচিঠি পড়া হয়ে গেলে,
অলিখিত চিঠি এক পড়ে নিও
নিভৃতে একা…
সব কথা বলা হয়ে গেলে
একটু সুযোগ দিও ,
মুহূর্তে বলে দেবো তোমার জন্য লেখা
সমস্ত কবিতা আমার…
সবচিঠি পড়া হয়ে গেলে,
অলিখিত চিঠি এক পড়ে নিও
নিভৃতে একা…
এখানে আপনার মন্তব্য রেখে যান